Diamond Water Paradox! -1st Part



১ম পর্ব - আমরা জানি, কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকেই তার উপযোগ বলে। যেমন: পানি আমাদের তৃষ্ণা মেটায়, ভাত ক্ষুদা নিবারণ করে, ডাল সবজি ভাত খেয়ে যতটা না তৃপ্তি পাই তার থেকে বেশি তৃপ্তি মাংস ভাত খেয়ে পাই। এখানে উদাহরণে যে দ্রব্যাদির কথা আমি বলেছি সেগুলোকে যদি আমি কম দাম থেকে বেশি দামে পর্যায়ক্রমে সাজাই তাহলে দেখতে পাব-
পানি< ভাত< ডাল সবজি ভাত< মাংস ভাত।
অর্থাৎ দেখতেই পাচ্ছি যে দ্রব্যের দাম বেশি সেই দ্রব্য থেকে স্বভাবতই বেশি উপযোগ পাচ্ছি। মানে সেই দ্রব্য ব্যবহার করে আমি বেশি স্যাটিসফাইড। আবার মাংস ভাতের চেয়ে যদি হায়দ্রাবাদী মাটন বিরিয়ানী খাই, তাহলে আর বলার অপেক্ষা থাকছে না যে সবচেয়ে বেশি স্যাটিসফাইড হব আমি হায়দ্রাবাদি মাটন বিরিয়ানি খেয়ে। হায়দ্রাবাদি মাটন বিরিয়ানির দামও আমার দেয়া উদাহরণগুলোর মধ্যে দামি।
দামের ব্যাপারটা আবার অনেক কিছুর উপরই নির্ভরশীল। দাম চাহিদা এবং যোগানের সাথে সম্পর্কিত। যোগান যদি কম হয় তার মানে ওই দ্রব্যের সহজলভ্যতা কম এবং চাহিদা বেশি।  তার মানে ওই দ্রব্যের দামও বেশি। পানির সহজলভ্যতা অনেক, তাই দেখা যাচ্ছে পানির দাম নাই (চাপকলের পানি)। অপেক্ষাকৃত অন্য সব দ্রব্যাদির থেকে পানির দাম অনেক কম, দাম নেই বললেই চলে।
এখন আসি মূল আলোচনায়, উপরের টাইটেল দেখেই কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন যে আমি বিশ্বের সবচেয়ে দামি বস্তু হীরক এবং সবচেয়ে কমদামি সহজলভ্য দ্রব্য পানির প্যারাডক্স নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
হীরা সবচেয়ে দামী বস্তুগুলোর মধ্যে অন্যতম। এর সহজলভ্যতা অনেক অনেক কম, নেই বললেই চলে। তাই এর দামও আকাশচুম্বী। সমাজের উচ্চ পর্যায়ের মানুষরা বিলাসজাত দ্রব্য হিসেবে ব্যবহার করে থাকে। তারা সর্বোচ্চ দামী এই বস্তুটি থেকে সর্বোচ্চ উপযোগ বা সর্বোচ্চ তৃপ্তি লাভ করতে চায়। এই তৃপ্তিটা কিসের? এই তৃপ্তিটা হল আত্মতৃপ্তি। সেই ভাবতেই পারে যে, আমি সবচেয়ে দামি বস্তুটি ব্যবহার করছি। দেখা যাচ্ছে যে তার এই অভাববোধ হীরা বাদে এবং হীরার থেকে অপেক্ষাকৃত কমদামী বস্তু  পূরণ করতে পারছে না অর্থাৎ হীরার জায়গাটা কেউ দখল করতে পারছে না।
বলা হয়ে থাকে যে, হীরার থেকে পানির সারভাইভাল ভেল্যু অনেক বেশি। কিভাবে?
ধরুন প্রচন্ড রোদে আপনি ঘেমে একাকার। কোথাও পানির দেখা পাচ্ছেন না। ঠান্ডা একগ্লাস পানি খাওয়ার জন্য আপনি অস্থির হয়ে পড়েছেন। এই অবস্থায় সবচেয়ে দামী বস্তু হীরা কি আপনার অভাব পূরণ করতে পারছে? নাকি সর্বনিম্ন দ্রব্য পানি আপনাকে সর্বোচ্চ উপযোগ বা অভাব পূরণ করতে পারছে? অবশ্যই এই অবস্থায় আপনি সর্বোচ্চ স্যাটিসফাইড হবেন এক গ্লাস ঠান্ডা পানি পান করে। সর্বোচ্চ দামী বস্তু হীরা আপনার কাজে আসছে না।
আর একটা বাস্তব উদাহরণ দিয়ে শেষ করছি আলোচনা।
উত্তপ্ত খাঁ খাঁ রোদের মরুভূমিতে আপনি পানির অভবে মৃতপ্রায়। আপনাকে একখন্ড হীরা দেয়া হল। কি করবেন আপনি হীরা দিয়ে। কোনো কাজে আসছে? কিন্তু সাধারণ তত্ত্ব বলছে অতি দামি এই বস্তুর অভাব অন্য কেউ পূরণ করতে পারে না বা এর অভাব পূরণের ক্ষমতা সর্বোচ্চ। কিন্তু এই অবস্থায় হীরা আপনার অভাব পূরণ করতে পারছে না। সহজভাবে বলতে গেলে এখানে হীরার কোন উপযোগ নেই অর্থাৎ হীরা এই অবস্থায় আপনার কোন কাজে আসছে না বা কোন অভাব পূরণ করতে পারছে না। এই অবস্থায় সর্বোচ্চ উপযোগ আপনি পান করেই পাবেন। পানি এই অবস্থায় আপনার জীবন বাঁচাবে। এইজন্যই বলা হয়ে থাকে যে পানির সারভাইভাল ভেল্যু হীরা অপেক্ষা অধিক।
দামি বস্তু হীরা এবং কমদামী সহজলভ্য দ্রব্য পানির বিশেষ ক্ষেত্রে ভিন্নধর্মী এই আচরণ তত্ত্বকেই বলা হয়ে থাকে ডায়ামন্ড ওয়াটার প্যারাডক্স (Diamond Water Paradox).
So the main theme is, " Diamond is more expensive than water and water is more valuable to us than diamonds."- Diamond Water Paradox!
বিষয়টিকে সহজভাবে তুলে ধরায় যদি কিছু ভুল হয়ে তাহলে ভুলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে শুধরিয়ে দিবেন দয়া করে, তাহলে আমি অনেক কৃতজ্ঞ থাকবো।
ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকুন। অন্যদিন অন্য কোন বিষয় নিয়ে হাজির হব। ততদিন ভাল থাকুন, অর্থনীতির সাথেই থাকুন।

আমাদের ফেসবুক পেজ এ যেতে -এখানে ক্লিক করুন-

—---------------

Posted by,

Md. Nayeem Hasan Pramanik

nayeem.econ@gmail.com

   

Post a Comment

0 Comments