একনজরে ২০২০-২০২১ অর্থবছরের জাতীয় বাজেট
বাজেটের
স্লোগানঃ 'অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ
পরিক্রমা'।
ঘোষণার
দিনঃ ১১ জুন ২০২০
সংসদে
পাশ হয়ঃ বর্তমান অর্থমন্ত্রী 'আ হ ম মুস্তফা কামাল'। এটি বর্তমান অর্থমন্ত্রীর ২য় বাজেট।
কার্যকর
হবেঃ ১লা জুলাই ২০২০
২০২০-২০২১
অর্থবছরের বাজেটের আকারঃ ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা (জিডিপির ১৯.৯%)।
২০১৯-২০২০
অর্থবছরে বাজেটের আকার ছিল ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা।
মোট
দেশজ উৎপাদন (জিডিপি) আকারঃ ৩১ লাখ ৭১ হাজার ৮০০ কোটি টাকা।
জিডিপি
প্রবৃদ্ধি হারের লক্ষ্যমাত্রাঃ ৮.২%।
মূদ্রাস্ফীতির
হারের লক্ষ্যমাত্রাঃ ৫.৪%।
বার্ষিক
উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকা।
ADP
তে সর্বাধিক গুরুত্ব পাওয়া ১০টি খাত-
v পরিবহণ, অবকাঠামো, পানি ও গণপূর্ত,
বিদ্যুৎ, স্বাস্থ্য-পুষ্টি-জনসংখ্যা ও পরিবার কল্যাণ, বিজ্ঞান তথ্য যোগাযোগ প্রযুক্তি,
কৃষি, শিক্ষা ও ধর্ম, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান, পানিসম্পদ, জনপ্রশাসন।
'করোনা
প্রণোদনা প্যাকেজ': ১ লাখ ৩ হাজার ১১৭ কোটি টাকা (কর্মসংস্থান এবং অর্থনৈতিক পুনরুদ্ধার)।
বাজেটে করমুক্ত আয়সীমাঃ
·
সাধারণ
সীম (ব্যক্তি শ্রেণী): ৩ লাখ টাকা।
·
নারী
ও ৬৫ উর্ধ্ব করদাতা: ৩ লাখ ৫০ হাজার টাকা।
·
প্রতিবন্ধী
ব্যক্তি: ৪ লাখ টাকা।
·
মুক্তিযোদ্ধা:
৪ লাখ ২৫ হাজার টাকা।
ঘাটতি বাজেট: ১ লাখ ৯০ হাজার কোটি টাকা (জিডিপির ৬%)।
২০২০-২০২১ অর্থবছরে খাতভিত্তিক খরচ:
·
জনপ্রশাসন(সর্বোচ্চ):
১৮০৭১৫ কোটি টাকা (১৯.৯%)।
·
শিক্ষা
ও প্রযুক্তি (২য় সর্বোচ্চ): ৮৫৭৬০ কোটি টাকা (১৫.১%)।
·
পরিবহন
ও যোগাযোগ: ৬৪৫৮৭ কোটি টাকা (১১.৪%)।
·
সুদ:
৬৩৮০১ কোটি টাকা (১১.২%)।
·
কৃষি:
২৯৯৮৩ কোটি টাকা (৫.৩%)।
·
স্বাস্থ্য:
২৯২৪৬ কোটি টাকা (৫.১%)।
বাজেটে সরকারের চলমান ৭টি মেগা প্রকল্পের প্রস্তাবিত বরাদ্দের পরিমাণ-
·
রুপপুর
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র- ১৫৬৯১ কোটি টাকা।
·
পদ্মা
সেতু: ৫০০০ কোটি টাকা।
·
মেট্রোরেল:
৪৩৭০ কোটি টাকা।
·
পদ্মা
সেতুর রেল সংযোগ: ৩৬৮৫ কোটি টাকা।
·
মহেশখালি
মাতারবাড়ির কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র: ৩৬৭০ কোটি টাকা।
·
দোহাজারী-রামু-কক্সবাজার
রেললাইন: ১৫০০ কোটি টাকা।
·
পায়রা
গভীর সমুদ্রবন্দর: ৩৫০ কোটি টাকা
Ø এটি দেশের ৪৯তম বাজেট (অন্তর্বর্তীকালীনসহ ৫০তম বাজেট)। বর্তমান অর্থমন্ত্রীর ২য় বাজেট এবং আওয়ামীলীগ সরকারের ২০তম বাজেট।


0 Comments